ফলাফলে নগরের সরকারি স্কুলগুলোর অবস্থান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

কেন্দ্রের নির্দেশ মতে এবার ফলাফলে সেরা প্রথম ১০ স্কুল বা ২০ স্কুল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তবে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে নগরের সরকারি স্কুলগুলোর অবস্থান জানা গেছে। এবারে ফলাফলে নগরের সরকারি স্কুলগুলোর মধ্যে এগিয়ে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এ স্কুলে পাশের হার শতভাগ। জিপিএ৫ পেয়েছে ৩৪৯ জন। এরপর যথাক্রমে রয়েচে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯৬.৭১ শতাংশ, জিপিএ৫ পেয়েছে ৩৩৯ জন। গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রামে পাশের হার ৯৯.১৮ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ৩২২ জন। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজে পাশের হার ৯৭.৬৮ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ৩১০ জন। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৫.৯৫ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ২৭৩ জন। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.১৩ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ২০৯ জন। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৭.২৭ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ২০৮ জন। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪.৯২ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ২০৩ জন। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৯৯ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ১৩৩ জন। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার শতভাগ। জিপিএ৫ পেয়েছে ১০৫ জন। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজে পাশের হার ৯১.৮৮ শতাংশ। জিপিএ৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনমজুরকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধ৩৩ স্কুলে শতভাগ পাশ