নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালীর ফলমন্ডী বসুধা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম। গ্রেপ্তার নুরুল ইসলাম চৌধুরী (৬৩) হাটহাজারী উপজেলার উত্তর মাদার্সা এলাকার মৃত জহির আহমেদের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
ওসি মো. আব্দুল করিম বলেন, ১৪টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।