নগরীর বিআরটিসি সংলগ্ন বৃহত্তম পাইকারী ও মৌসুমী ফল সরবরাহের একমাত্র বাজার ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাথে সচেতনতামূলক সভায় মিলিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–দক্ষিণ বিভাগ। গতকাল সমিতির কার্যালয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিষয়ক সচেতনতা সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও ট্রাফিক–দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি–ট্রাফিক) এন.এম নাসিরুদ্দিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) আকরামুল হাসান ও সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, টিআই (কোতোয়ালি) মো. জিয়াউল হাসান ও টিআই (সদরঘাট) মো. জহুরুল ইসলাম সরকার। এছাড়াও ফলমন্ডি ব্যবসায়ী সমিতি ও পরিবহন মালিক সমিতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি–ট্রাফিক এন.এম নাসিরুদ্দিন বলেন, নিত্য যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আন্তরিক হলে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত হবে।