নগরীর কোতোয়ালী থানাধীন ফলমণ্ডির সামনে ডাস্টবিন থেকে সুখী নামে ৭ বছরের বস্তাবন্দী অবস্থায় এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে ফলমণ্ডির সামনে ডাস্টবিনে শিশুর লাশটি পাওয়া গেছে। কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক আজাদীকে বলেন, শিশুটির পরিচয় পাওয়া গেছে। তার নাম সুখী। বয়স ৬ থেকে ৭ বছর। শিশুটির মায়ের নাম বিলকিস বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশুটির পরিবার বাকলিয়া এলাকায় বসবাস করে। শিশুটি টোকাই বলে জানা গেছে। তার পরিবার থানায় আসার পর বিস্তারিত পরিচয় জানা যাবে।
ওসি ওবায়দুল হক আরও বলেন, শিশুটির গায়ে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাতে মেয়েটি মারা যাওয়ার কথা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দী করে লাশ ডাস্টবিনের ফেলে দেয়া হতে পারে। শ্বাসরোধ নাকি অন্য কোনো উপায়ে শিশুটিকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
কোতোয়ালী থানার ওসি আরও বলেন, ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চমেক হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষার পর বিষয়টি জানা যাবে। শিশুটির অভিভাবকদের আমরা চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি লাশটি শনাক্তের জন্য। ওসি এস এম ওবায়েদুল হক বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ডাস্টবিনে একটি বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ বস্তা থেকে লাশ বের করার পর দেখা যায়, সেটি আনুমানিক ৬–৭ বছর বয়সী এক মেয়ে শিশু। তার মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। শরীরেও জখমের চিহ্ন আছে।