ফলমণ্ডিতে লুটপাট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরীর ফলমণ্ডিতে সংঘটিত হামলা ও লুটপাট অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম ফল ব্যবাসায়ী সমিতি। গতকাল ফলমণ্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফল ব্যবসায়ী সমিতির দপ্তর ও পাঠাগার সম্পাদক আবুল কাশেম চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে স্থানীয় আলী মুর্তুজা খানের নেতৃত্বে ২০২৫ জন সন্ত্রাসী আমাদের দোকানে হামলা চালায়। সে সাথে আমাদের প্রতিটি দোকান থেকে ৩ থেকে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদেরকে বাধা প্রদান করলে আরও ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এসে আমাদেরকে দোকান ছেড়ে চলে যেতে বলে এবং দোকান খুললে খবর আছে বলে হুমকি দেয়। পরে গত ১৯ অগাস্ট আমরা দোকান খুললে তারা পুনরায় এসে আমাদেরকে তাৎক্ষণিক দোকান বন্ধ করতে বলে এবং তাদের সাথে সমন্বয় করে না চললে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দিতে থাকে। আমরা তাদের হুমকিতে প্রাণভয়ে পালিয়ে যাই। পরদিন ২০ আগস্ট পুনরায় আব্দুস সালামের নেতৃত্বে আরও একটি গ্রুপ এসে দোকানের তালা ভেঙে আমাদের দোকানে অবস্থান নিতে শুরু করে। সে সময় তারা বলে, ‘এখানে কেউ আসলে, গুলি করে দিবো’ বলে হুমকি দিতে থাকে। এসব হুমকির পর আমরা কোতোয়ালী থানায় গিয়েছিলাম। থানায় এখনও কার্যক্রম শুরু না হওয়াতে আমরা কোনো মামলা দায়ের করতে পারিনি। আমরা নিরাপত্তা চাই, সুন্দর পরিবেশে ব্যবসা করতে চাই। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, মো. শাহীন, মো. মহসীন উল্লাহ, মোহাম্মদ ইউসুফ ও শ্রমিক নেতা ছালেহ আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসড়কে বড় ভাইয়ের মৃত্যুর পর বন্যার পানিতে ভেসে গিয়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধশ্রমিক নেতা এম এ ছবুরের মৃত্যুবার্ষিকী আজ