ফর্মে ফেরার লড়াইয়ে নতুন অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বাইরের নেটে অনুশীলন করছিল সিলেট স্ট্রাইকার্স। দলের ব্যাটাররা যখন নেটে অনুশীলনে ব্যস্ত তখন আলাদাভাবে নক করছিলেন দলটির ব্যাটিংয়ে প্রধান ভরসা নাজমুল হোসেন শান্ত। কদিন আগে তিনি বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক মনোনীত হয়েছেন। আর সে কারণেই কিনা তার সামনে এখন ফর্মে ফেরাটা সবচাইতে বড় চ্যালেঞ্জ। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ মাঠে নামবে শান্তর দল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। শান্তর দল এরই মধ্যে ছিটকে গেছে বিপিএলের নক আউট পর্বের আগেই। তাই সামনে যে তিনটি ম্যাচ রয়েছে সে ম্যাচগুলোতে নিজের ব্যাটিংটা কিভাবে উন্নতি করা যায় সে লক্ষ্যেই যেন কাজ করছেন শান্ত। মূল লক্ষ্য হচ্ছে ফর্মে ফেরা। গতকাল অনুশীলনের শুরু থেকেই বেশ সিরিয়াস বাংলাদেশ দলের নতুন অধিনায়ক। নেটে দীর্ঘক্ষণ স্পিনার এবং পেসারদের বোলিংয়ের সামনে নিজেকে ঝালাই করে নিলেন। বার বার নেট পরিবর্তন করে কখনো স্পিনার, কখনো পেসারদের মোকাবেলা করলেন। গত বিপিএল আর এবারের বিপিএল যেন শান্তর জন্য সম্পূর্ণ ভিন্ন। গত বিপিএলে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। যেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে করেছিলেন ৫১৬ রান। তার ব্যাট থেকে এসেছিল চারটি হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ছিল ১১৬.৭৪। কিন্তু এবারে সেই শান্তকে যেন খুজে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে এবারের বিপিএলে ৯ টি ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু রান করেছেন মাত্র ১২৪। স্ট্রাইক রেট ৯৬.১২। যা টিটোয়েন্টি ক্রিকেটের সাথে বড্ড বেমানান। নেই কোনো হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রানের ইনিংস ৩৬। তাও বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে করেছিলেন। অথচ তিনি এখন বাংলাদেশ দলের তিন ফরমেটের অধিনায়ক। বিশ্বকাপের পর তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়, এরপর নিউজিল্যান্ডের মাঠে গিয়ে তাদেরই বিপক্ষে টিটোয়েন্টি জয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু বিপিএলে সেই শান্তর ব্যাটে নেই রান। ৯ ম্যাচের মধ্যে দুই অংকের ঘরে যেতে পেরেছেন মাত্র ৪বার। ৫ বারই তার নামের পাশে সিঙ্গেল ডিজিট। ইনিংস গুলো যথাক্রমে ৫, , , , ১। সংগত কারণেই বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর শান্তর এমন পারফরম্যান্স নিয়ে চিন্তিত সবাই। বিপিএল শেষেই শ্রীলংকা সিরিজ। এরপর জুনে টিটোয়েন্টি বিশ্বকাপ। সব মিলিয়ে নতুন অধিনায়কের রানে ফেরাটা যে খুব জরুরি। আর সেটা অনুধাবন করছেন শান্ত নিজেও। তাই অনুশীলনে তার বাড়তি প্রচেষ্টা। উদ্দেশ্য নিজেকে ফিরে পাওয়া। সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৩৩ এবং খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ১৮ রানের ইনিংস। সিলেটের কোচ রাজিন সালেহ মনে করছেন শান্তর ব্যাট কথা বলতে শুরু করেছে। এবার হয়তো পুরোপুরি ফর্মে ফিরে আসবে। আর শান্ত ফর্মে ফেরা মানেই দলটির বাকি তিন ম্যাচে জয়লাভের সম্ভাবনা বেড়ে যাওয়া এবং শেষ চারের একটি কঠিন সম্ভাবনাও তৈরি হওয়া। তবে সবার আগে দেশের জন্য শান্তর ফর্মে ফেরাটা বেশি জরুরী।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরিকভারি টেবিল টেনিস কাপের সমাপ্তি