কয়েক সেকেন্ডের জন্য বাবর আজম যেন থমকে গেলেন। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না। হয়তো ভাবছিলেন এটা কোনো দুঃস্বপ্ন। কিন্তু কয়েক সেকেন্ড পর বাবর বুঝলেন সত্যি সত্যিই তিনি আউট হয়ে গেছেন। রোববার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বাবরের সঙ্গে এ ঘটনা ঘটেছে। পুরোদিন উইকেটে টিকে থাকার পর শেষ মুহূর্তে আউট হয়ে গেলেন পাকিস্তানি ব্যাটার। তাও আবার নিজের প্রিয় শট কাভার ড্রাইভ খেলতে গিয়ে। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়েছিলেন বাবর। তখন ৮১ রান নিয়ে খেলছিলেন তিনি। কিন্তু ব্যাটে–বলে ভালোমতো সংযোগ ঘটাতে পারেননি ডানহাতি পাকিস্তান সুপারস্টার। কভার অঞ্চলের বদলে ব্যাটের কাণায় লেগে বল চলে যায় সোজাসোজি গালি অঞ্চলে ফিল্ডিং করা বেডিংহ্যামের হাতে। বাবরের সাজঘরে ফেরার মধ্যে দিয়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান।