ফর্টিসের কাছে পয়েন্ট হারাল আবাহনী

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিদেশি ফুটবলার ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালোই খেলছিল আবাহনী। মোহামেডানের কাছে হারলেও তা পুষিয়ে নিয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে। পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে পিছিয়ে ছিল ৩ পয়েন্ট। ষষ্ঠ রাউন্ডে সেই ব্যবধানটা আরও বাড়লো। গতকাল শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। এই ড্রয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরেকটি ধাক্কা খেলো সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা।

পূর্ববর্তী নিবন্ধআদর্শ সমাজ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত কর্মীদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধমাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন রাজশাহীর সাব্বির