চট্টগ্রাম রাইস মিলস্ মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর চাকতাই হাজী সোবহান রোডস্থ রাইয়ান ট্রেডিংয়ে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উল্লাহ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন চাক্তাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস, চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি সেকান্দর হোসেন বাদশা, সহ–সভাপতি বাবু সপন কুমার সাহা, মিল মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন কান্তি দাশ, আবুল বশর, পিয়ার, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা মরহুম ফরিদ উদ্দিন আহমদের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, সমাজহিতৈষী এবং সকলের পরামর্শদাতা। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়। প্রেস বিজ্ঞপ্তি।