নগরীর চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে লিটন টাওয়ারের তৃতীয় তলায় প্রথম আলোর সহ–সম্পাদক ইফতেখার ফয়সালের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় একটি নতুন ল্যাপটপ ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।
সাংবাদিক ইফতেখার ফয়সাল আজাদীকে বলেন, আমার স্ত্রী–সন্তান গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। সকাল ১০টায় বাসার দরজায় তালা দিয়ে অফিসে যাই। রাত ৮টার দিকে ফিরে দেখি বাসার মূল দরজার তালা ভাঙা।
ভেতরে আলমারি, ওয়ারড্রবসহ সব তছনছ করা। বাসার সব জিনিসপত্র এখনো খুঁজে দেখতে পারিনি। এখন পর্যন্ত একটি ল্যাপটপ, নগদ টাকাসহ বেশকিছু মালামাল পাচ্ছি না। বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। পুলিশের একটি দল এসে দেখে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। এ ঘটনায় আমি বিস্মিত ও নিরাপত্তাহীনতা বোধ করছি।