ফরিদাপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও ফরিদাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, সাগর (২৩), জাকির (২২) ও আলামিন (৩২)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চান্দগাঁওয়ে শহিদুল ইসলাম ওরফে বুশ্যা এবং সাইফুল ইসলাম ওরফে টেম্পো গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষটি ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঘটনার পরপরই চান্দগাঁও এলাকায় সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুশ্যার আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় তাজা গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকেনা হচ্ছে ৩০টি মিটারগেজ ইঞ্জিন ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধজামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন