ফরিদপুরে ‘পাল্টে গেল’ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখাটি উঠিয়ে ফেলা হয়েছে। সেখানে সাঁটিয়ে দেওয়া হয়েছে পুরানো নাম লেখা ব্যানার। ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ নামকরণ করা নতুন সাইনবোর্ডেটির নিচে লেখা রয়েছে হাসপাতালটির সব কর্মকর্তা ও কর্মচারীর সৌজন্যে তা লাগানো হয়েছে। খবর বিডিনিউজের।

তবে গতকাল বুধবার সকালে হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেছেন, বলেন, যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গত মঙ্গলবার বিকাল কিংবা সন্ধ্যায় এটা করে থাকতে পারেন। তিনি আরও বলেন, আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারেন সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবেন। আর আমাদের কোনো কর্মকর্তাকর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কিনা ভালো করে জেনে জানাতে পারব।

১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল।

পরে যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়। পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে সরকারি নিয়োগপ্রাপ্ত ইমাম-খতিবকে অপসারণের অপচেষ্টার তীব্র নিন্দা
পরবর্তী নিবন্ধচুক্তি বাতিল, চাকরি গেল মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার