নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে দেশটির সামরিক বাহিনী। নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মিটিংয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় গত শুক্রবার (২৫ আগস্ট) এক চিঠিতে নাইজারে ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে বর্তমান জান্তা সরকার চিঠিতে ইত্তেকে বহিষ্কারের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ফরাসি সরকারের পদক্ষেপ নাইজারের স্বার্থের পরিপন্থী। খবর বাংলানিউজের।
চিঠির প্রতিক্রিয়ায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থানরত ফরাসি রাষ্ট্রদূতকে চলে যেতে বলার কোনো অধিকার ক্ষমতা দখলদারদের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতের অনুমোদন শুধুমাত্র বৈধ ভাবে নির্বাচিত নাইজার কর্তৃপক্ষের কাছ থেকে আসে।












