যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রস্তাবিত বোর্ড অব পিস–এ ফ্রান্সকে যোগ দেওয়াতে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। মূলত গাজা সংকট এবং অন্যান্য বৈশ্বিক সংঘাত নিরসন করতে ট্রাম্প এই বোর্ড অব পিস গঠনের উদ্যোগ নিয়েছেন। খবর বিডিনিউজের।
তার এই বোর্ড অব পিস উদ্যোগে প্রথমে গাজা এবং পরবর্তীতে অন্যান্য বৈশ্বিক সংঘাত নিয়ে কাজ করার কথা থাকলেও এটি সরাসরি জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ম্যাক্রোঁ এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে চান বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ সহযোগী। মাক্রোঁর এই অবস্থানের বিষয়ে জিজ্ঞেস করা হলে সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি কি তাই বলেছেন? আসলে কেউ তাকে চায় না, কারণ খুব শিগগিরই তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপরই মাক্রোঁকে চাপে ফেলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, আমি ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। তখন তিনি ঠিকই যোগ দেবেন।












