ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন ১৯ সেপ্টেম্বর থেকে

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের আয়োজনে দুদিনব্যাপী ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অধিবেশনে বিশ্বচলচ্চিত্রের শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রদর্শিত হবে অধিবেশনের উদ্বোধনী চলচ্চিত্র ‘দি ফোর হান্ড্রেড ব্লোজ’। সন্ধ্যা ৭টায় ‘আইজ উইদাউট এ ফেস’। ২০ সেপ্টেম্বর বিকাল ৫টায় ‘হিরোশিমা মন আমুর’ (হিরোশিমা মাই লাভ) এবং সন্ধ্যা ৭টায় অধিবেশনের সমাপনী চলচ্চিত্র ‘বালথাজার, এ্যাট রেনডম’ প্রদর্শিত হবে। অধিবেশন উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের বুলেটিন ‘চিত্রপট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। অধিবেশন সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সাংবাদিকের বাড়িতে চুরি, অর্থ ও ল্যাপটপসহ লুট
পরবর্তী নিবন্ধইয়াবা ও অস্ত্রসহ জাহাঙ্গীর মাঝি আটক