ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় একাত্তর

শিল্পকলায় প্রদর্শনী উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

বিশ্বখ্যাত আলোকচিত্রশিল্পী মার্ক রিবুর ‘বাংলাদেশ ১৯৭১, শোক ও সকাল’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী গতকাল সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির জয়নুল গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই প্রদর্শনী যৌথভাবে কিউরেটিং করেছেন মফিদুল হক ও লরেন দুরে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। লেজামি দ্য রিবু নামে সংগঠন এবং গিমে মিউজিয়ামের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তোলা আলোকচিত্রের এই প্রদর্শনীর আয়োজন। এখানে আছে সাড়া জাগানো ছবি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মার্ক রিবুর দৃষ্টি আকর্ষণ করে। তিনি ১৯৭১ সালের নভেম্বরের শেষ দিকে কলকাতায় যান। শরণার্থী শিবির ও মুক্তাঞ্চল ঘুরে দেখেন। ৩ ডিসেম্বর যখন ভারত-পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে, তিনি যৌথ বাহিনীর সাথে উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার অভিযাত্রা শুরু হয় জামালপুর-শেরপুর থেকে। ব্রহ্মপুত্র পার হয়ে তিনি প্রত্যক্ষ করেন জামালপুরের বিজয়সূচক যুদ্ধ, যা ক্যামেরাবন্দি করেছেন তিনি।

মার্ক রিবু ছিলেন ওই সাংবাদিকদের একজন, যারা ঢাকায় প্রবেশ করে মুক্ত ঢাকা নগরীকে ক্যামেরায় ধারণ করেছেন। এসব ছবির অধিকাংশ এখনো পর্যন্ত অপ্রকাশিত রয়ে গেছে।

এই আলোকচিত্রী ২০১৬ সালে প্যারিসে ৯৩ বছর বয়সে মারা যান। প্রসঙ্গত, প্রদর্শনীটি চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধগ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এপিক প্রপার্টিজ
পরবর্তী নিবন্ধওপিএ বিজয় দিবস ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন