ফরাশ পাড়া বঙ্গবন্ধু প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:১৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফরাশ পাড়া বঙ্গবন্ধু প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়। এ খেলায় রিয়েল একাত্তর ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস ফুটবল একাদশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবুল হক হিরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এরশাদ মাহমুদ। অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইঞ্জিনিয়ার আবদুল লতিফ। স্বাগত বক্তব্য দেন মো. শওকত আলী মেম্বার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, আরিফুল ইসলাম চৌধুরী, শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম মোরশেদ আলম।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় মানুষদের জন্য উপহার নিয়ে এলেন পরীমনি
পরবর্তী নিবন্ধএশিয়ার বাইরে লম্বা ইনিংস খেলল বাংলাদেশ