হাটহাজারীর ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার ইকবাল মোরশেদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন জে এম আহমদিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ খুরশিদ আলম, স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহজাহান তালুকদার, সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব নবী ও শিক্ষক হারুনুর রশীদ। সঞ্চালনা করেন শিক্ষক মো. জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












