হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু–কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসনের (সেফ হোম) উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারী, সেফ হোম পুলিশ গার্ড সদস্যগণ ও কমর্রত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।