ফরহাদাবাদ সেফ হোমে নিরাপদ হেফাজতির বিয়ে

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ সেফ হোমে এক নিরাপদ হেফাজতির বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশে গত বুধবার সন্ধ্যায় এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর।
জানা যায়, পটিয়ার আজিমপুর অলিরহাট এলাকার দুলাল রুদ্রের পুত্র সুমন রুদ্র (৩০) নামের এক যুবক জান্নাতুল আকতার (১৮) পিতা মৃত ইব্রাহিম সাং খাদলা উপজেলা কসবা বি-বাড়িয়াকে ভালবেসে শপথ করে বিয়ে করেন। তবে এ বিয়ের কোন দালিলিক প্রমাণ নেই। তাঁরা বিয়ে করে খাগড়াছড়িতে ভাড়া বাসায় উঠেন। প্রতিবেশীরা ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের আটক করে। এ সময় তাঁরা বিয়ের কোন দালিলিক প্রমাণ দেখাতে না পারায় পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করেন। এ সময় আদালত তাদের জেল হাজতে পাঠান। তাঁরা দুইজন জেল হাজতে থাকা অবস্থায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ গত ২৭ মে হাজতি আসামি ও ভিকটিমের ভার্চুয়াল উপস্থিতিতে জামিনের আবেদন শুনানি করেন। এসময় আসামি সুমন রুদ্রের পক্ষে আইনজীবি তার জামিন প্রার্থনা করেন। ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্র পক্ষে পি পি উপস্থিত ছিলেন। শুনানিকালে আইনজীবী আদালতে বলেন- আসামি হিন্দু হলেও মৌখিকভাবে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ভিকটিমকে ভালবেসে বিয়ে করেন। জামিন পেলে তিনি ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ঘোষণাসহ দালিলিক প্রমাণ প্রস্তুত করবে এবং ভিকটিমের সম্মতিতে মোহরানা নির্ধারণ করে পুনরায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ের দালিলিক প্রমাণ আদালতে দাখিল করবেন। এ বিষয়ে ভিকটিমের সম্মতি রয়েছে বলে আদালতকে জানানো হয়। শুনানিকালে ভিকটিম জানান- আসামিকে মুসলিম জেনে মাজারে গিয়ে বিয়ে করেন। আদালত ধর্মান্তরিত হওয়ার প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের শর্তে আসামি পক্ষের আইনজীবী ও স্থানীয় এক ব্যক্তির জিম্মায় সুমনকে ১০ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সেফ হোমের উপ তত্ত্বাবধায়কের উপস্থিতিতে আসামি মুসলিম হওয়ার কাগজপত্র পর্যালোচনা সাপেক্ষে ভিকটিমের সাথে বিয়ে পড়ানোর ব্যবস্থা করার নির্দেশনা দেন আদালত। আদালতের নির্দেশনা অনুসারে আসামি সুমন রুদ্র খাগড়াছড়ি জেলা নোটারী পাবলিক কার্যালয়ে গত ৩০ মে হলফনামা মূলে পবিত্র ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর গত বুধবার সন্ধ্যায় এ নিরাপদ হেফাজতি ও আসামির ইসলামি শরীয়ত মতে সেফ হোম কার্যালয়ে বিয়ে পড়ান। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ২শ হতদরিদ্র পরিবার পেল ত্রাণ সহায়তা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চুলার আগুনে পুড়ল তিন বসতঘর