হাটহাজারীর সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। সময়ের প্রয়োজন ও মানুষের চাহিদার কারণে এখন মসজিদের সম্প্রসারণ জরুরি। ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি গত রোববার উপজেলার নুর আলী ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জালাল আহম্মদ সওদাগর। এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী। গিয়াস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম। বক্তব্য রাখেন ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. মুছা চৌধুরী, প্রকৌশলী ওসমান ফারুক, ডা. মাহবুবুল আলম প্রমুখ।









