হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ওসমান ফারুক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) মো. নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. এয়াকুব মিয়া ও মো. জসিম উদ্দিন, অধ্যাপক নাজমুল হুদা মনি, নাজমুল হাসান শিমুল, কামরুল হাসান শেয়ান, মোহাম্মদ শাহজাহান তালুকদার, এরশাদুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রুমা আকতার।