পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পরিবেশ গড়তে হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়। আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় সমন্বয় কমিটির উদ্যোগে বিদ্যালয়ের ৩০০ ছাত্র–ছাত্রী, এলাকাবাসির মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হাসান মাহমুদ শিমুল। সালাউদ্দিন মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো.ওসমান ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক নাজমুল হুদা মনি, কামরুল হাছান শেয়ান, শাহজাহান তালুকদার, রুমা আকতার, ইয়াকুব নবি, অ্যাড.সফিউল আজম, কমিটির সহকারী সচিব ওসমান, সদস্য নুরুল কবির মাসুদ, ওসমান গণি, ব্যাংকার মোস্তাফা কাইসার মাহমুদ সুজন প্রমুখ। মোনাজাত করেন মাওলানা মো. মামুন উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।