টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করার পরও এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ করার দাবি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কলেজের অন্তত ৫০ জন শিক্ষার্থী। গতকাল বিকেলে টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা ফরম ফিলাপ করার দাবিতে স্লোগান দেন। পরে সিটি মেয়রের পিএস মুহাম্মদ আবুল হাশেম এসে তাদের আশ্বস্ত করেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনুমতি দিলে তাদের ফরম ফিলাপ করার সুযোগ দেয়া হবে। এরপর ঘটনাস্থল ত্যাগ করেন শিক্ষার্থীরা। চসিকের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ছয় বিষয়ে নেয়া হয় টেস্ট পরীক্ষা। এর মধ্যে অনেকে দুই থেকে পাঁচ বিষয়ে ফেল করেন। এরপরও তারা ফরম ফিলাপ করার সুযোগ চান। ফেল করা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের দ্বিতীয়বার পরীক্ষা নেয়া হয়। পুরনো প্রশ্নপত্রে দ্বিতীয়বার নেয়া পরীক্ষায়ও একাধিক বিষয়ে ফেল করেন অনেকে।
জানা গেছে, পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজ এর ফেল করা ১০৩ জন শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয়বার নেয়া পরীক্ষায় পাস করে ৭ জন এবং ৯৬ জন ফেল করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজের ৭৯ জন ফেল করা থেকে দ্বিতীয়বার ৪৫ জন পাশ করে। পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা কলেজে ফেল করা ৬০ জনের মধ্যে দ্বিতীয়বার নেয়া পরীক্ষায় ৫০ জন পাস করে। মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, ফরম ফিলাপের দাবি করা শিক্ষার্থীদের বলেছি, বোর্ড পারমিশন দিলে আমরা ফর্ম ফিলাপ করার সুযোগ দিব। এরপর তারা ফিরে যান।