আগামী ১৭ আগস্ট তারিখ থেকে শুরু হবে এইচএসসি ২০২৩ সালের শিক্ষার্থীদের পরীক্ষা। গত ১৫ জুন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি ২০২৩ সালের পরীক্ষার ফরমফিলাপের সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী গত ৯ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শুরু হয়েছে ফরম ফিলাপ কার্যক্রম। যা আগামী ১৭ জুলাই শেষ হবে। কিন্তু বরাবরের মতোই শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অতিরিক্ত ফি আদায় ও অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। বোর্ড কর্তৃক শিক্ষার্থী প্রতি ফরম ফিলাপ ফি, কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের ২৬৮০ টাকা মানবিক ২১২০ টাকা ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের ২১২০ টাকা নির্ধারই করা হয়েছে। কিন্তু সরকারি, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত ফি আদায় করছে।
আনুষ্ঠানিক ভাবে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শেষ হলেও কোচিং ফি নেওয়া হচ্ছে, যদিও শিক্ষার্থীদের মত কোনো প্রকার কোচিং করানো হয় নি। পাশাপাশি দোয়া অনুষ্ঠান, শিক্ষকদের নাস্তা ও টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিকট হতে মোটা অংকের টাকা নেওয়া হচ্ছে। যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর বড় চাপ। আবার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টাকা কমানোর তদবিরের জন্য গেলে শিক্ষার্থী ও অভিভাবককে অপমানিত করা হয়। অতিরিক্ত ফি সম্পর্কে জানতে চাইলে, কিংবা দিতে অসঙ্গতি জানালে, কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানগণ ফরম ফিলাপ না করানোর হুমকিও দিয়ে থাকেন। তাই শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত ফি ও শিক্ষার্থীদের হয়রানি করে টাকা আদায় করছে, সে সব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফরম ফিলাপ করতে পারে।
মো. মারুফ হাসান ভূঞা
শিক্ষার্থী, ফেনী।











