‘স্ট্রাইপ’ চট্টগ্রামে দ্বিতীয় শাখার উদ্বোধন করেছে। গত সোমবার বিকেলে নগরীর মিমি সুপার মার্কেটের পাশে ইকুইটি জিএফ ফরচুন মলের গ্রাউন্ড ফ্লোরে ১০১ নম্বর শপে আধুনিক সুপরিসর স্ট্রাইপের নতুন শো-রুম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজর পরিচালক মুনাল মাহমুদ, পরিচালক লুথমিলা ফরিদ, এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সিইও মানজুমা মোরশেদ, বিউটি বাফেটের কর্ণধার ইশরাত জাহান ইভা, মেকআপ শেকআপকের কর্ণধার জুহি চৌধুরী, স্ট্রাইপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাদমান সাইকা শেফা, মিমি সুপার মার্কেটের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ইকুইটি ফরচুন মল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জমির উদ্দিন ইমু, পিটুপির ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন নাজমুল বিন আবেদীন রুবায়েত, এক্সিকিউটিভ ডিরেক্টর নির্ঝর। এছাড়া পিটুপি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
স্ট্রাইপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং পিটুপি ফ্যামিলির পরিচালক সাদমান সাইকা শেফা বলেন, স্ট্রাইপ চট্টগ্রামের নারীদের কাছে একটি জনপ্রিয় ও সুপরিচিত ফ্যাশন ব্র্যান্ড। ২০২১ সালে নগরীর খুলশী কনকর্ড টাউন সেন্টারে স্ট্রাইপ বড় পরিসরে যাত্রা শুরুর পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে এবার নগরীর মিমি সুপার মার্কেটের পাশে ফরচুন মলে আরও বড় ও আধুনিকরূপে স্ট্রাইপের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।