ফয়’স লেকে বিভিন্ন হোটেল থেকে ৪৩ জন নারী-পুরুষ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

নগরীর খুলশীর ফয়স লেক এলাকার হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৩ জন নারী, পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রিন্স হোটেল আবাসিক, মোটেল সিক্স সুপারসনিক আবাসিক, হোটেল রূপসী বাংলা ও হোটেল গোল্ডেন টাচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জন হচ্ছেন পুরুষ ও ২৫ জন হচ্ছেন নারী। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৪৩ জনের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসবুজের ফাঁকে থোকায় থোকায় কমলা
পরবর্তী নিবন্ধব্যাটারি রিকশা ও টমটম বাড়াচ্ছে দুর্ভোগ