চট্টগ্রাম শহরের বুক চিড়ে জেগে ওঠা ৩৩৬ একরের ফয়’সলেকের প্রাকৃতিক পরিবেশে আধুনিকতার সম্বনয়ে গড়ে ওঠা অ্যামিউজমেন্ট পার্কে দর্শনার্থীর সমাগম শুরু হয়েছে ঈদের দিন বিকেল থেকেই।
তবে শুরুর দিন কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিনে এসে রীতিমতো উপচে পড়া ভিড়। পাহাড়ের বুক চিড়ে প্রায় পাঁচ কিলোমিটারের আঁকাবাঁকা লেক, ওয়াটার পার্ক সী-ওয়ার্ল্ডের কৃত্রিম সমুদ্র, বেইসক্যাম্প, অ্যামিউজমেন্ট পার্কের রাইড- সবখানেই মুখর।
ঈদ উপলক্ষ্যে সবচেয়ে বেশি সমাগম হয়েছে ওয়াটার পার্কের কৃত্রিম সমুদ্রে, যেখানে ঢেউ আর মিউজিকের তালে তালে হাজারো নারী, পুরুষ, শিশু আনন্দে মেতেছিলেন। ডিজে গানের সঙ্গে তরুণ-তরুণীদের পানিতে দাপাদাপি, হইহুল্লোড়ে দিনভর অন্যরকম আবহ তৈরি হয়েছে। সী ওর্য়াল্ডের অন্যান্য রাইড গুলোতেও জলকেলি আনন্দে মেতে ওঠার হুড়োহুড়ি লেগেই ছিল।
ফয় ‘ স লেক এ্যামিউজমেন্ট পার্কে নতুন আর্কষনীয় ও আনন্দদায়ক ছয়টি রাইডের সংযোজন ঘটেছে। নতুন রাইড গুলোতেও প্রচন্ড ভীড় ছিলো ঈদের দিন বিকেল থেকে। অনেকেই দুর দুরান্ত থেকে ফয়’ স লেক রির্সোটে অবস্থান করে চট্টগ্রামে ঈদ উৎসব উদযাপন করছেন। এক কথায় বলা যেতে পারে ঈদ উপলক্ষ্যে মুখরিত ফয়’স লেক কমপ্লেক্স।