ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

মানবতার সেবাই পরম ধর্ম। যুগে যুগে মহাপুরুষগণ জীবজগতের কল্যাণে ধর্ম প্রচার করে গেছেন। বর্তমান সমাজের স্বার্থের কারণে মানব হত্যা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে আমরা সমাজকে কি দিতে পেরেছি; সমাজ নতুন প্রজন্মকে কি দিয়েছে। তাই সমাজ ও দেশের উন্নয়নে আমাদেরকে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ হতে হবে। গত ২৮ জানুয়ারি রামঠাকুর সেবাশ্রম ফতেয়াবাদে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন দাশের সভাপতিত্বে ও রিমন মুহুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন প্রিয়তম মহাজন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাথুরাম ধর। বক্তব্য রাখেন অশোক কুমার নাথ, ভুপাল চৌধুরী, বিক্রমজিৎ রায়, কবিতা শর্মা, রণধীর চৌধুরী ভুলন, ডা. রাসেল নন্দী, জুয়েল আচার্য, অভিরাম ধর, লাভলী ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের দুর্দিনে কান্ডারী ছিলেন নুরুল হক
পরবর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের টাউনহল সভা