ফতেয়াবাদ রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রধান শিক্ষক রিংকু দাশের বিদায় সংবর্ধনা গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি প্রবাল ঘোষ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষিকা কবরী পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নটু কান্তি সরকার, রাউজান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাসমিন আখতার কাকলী, লিটন দাশ, প্রধান শিক্ষক সুনীল কান্তি দে, অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ জসিম, সৌমেন চৌধুরী, লায়ন রিমন কান্তি মুহুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শর্মিলা চৌধুরী, সীমা দাশগুপ্তা, সাইফুল নাহার, তৌহফা পারভীন, বেবী রাণী নাথ, অদিতি ভৌমিক, ডা. দীপাঞ্জনা দাশ, ধ্রুব দাশ, রতন দেওয়ানজী, লুৎফুন্নাহার বেগম, জোবাইদা নিপু, ইয়াছমিন খানম, আলেয়া বেগম, শর্মিলা ধর ডিজু, দিলারা আলো, নেভী বিশ্বাস ও রিটন নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রিন সিটি বাস্তবায়নে দরকার সুস্থ মাটি
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ৫নং মোহরা ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠান