ফতেয়াবাদ টি–১০ ক্রিকেট টুর্নামেন্টে হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। ফতেয়াবাদ কে কে স্পোটিং ক্লাবের উদ্যোগে ফতেয়াবাদ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ৩৪টি দলের পক্ষকালব্যাপি টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে পশ্চিম গহিরা খেলোয়াড় সমিতি ১০ ওভারে ১১৪ রান করতে সক্ষম হয়। জবাবে হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমি এক উইকেটে ১১৫ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হাজী মোহাম্মদ ইউনুস মেমোরিয়াল একাডেমির মোঃ ইমন ৩ ওভারে ২৫ রান খরচে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৮ সংসদীয় আসনের সাংসদ নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী শফিউল আজম, চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, সাবেক কাউন্সিলর তৌফিক আলম চৌধুরী, চসিক কাউন্সিলর ড. নেসার উদ্দিন আহমেদ মন্জু, রাউজান পৌরসভা কাউন্সিলর মোঃ আলমগীর আলী, এস এম দিদারুল আলম, জিয়া আমানত মোরশেদ হায়াত নয়ন। এতে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতা মঈনুল আলম মঈনু, জিএম নয়ন, মোহাম্মদ এমরান, যুবলীগ নেতা আহম্মদ নূর, লোকমান হাকিম, মোঃ রাশেদ, মোঃ আজম, মোঃ তৌহিদ, মোঃ রুবেল, ছাত্রলীগ নেতা আবু সায়েম সেতু, দিনার, ওসমান গনি বাবু, ওমর ফয়সাল, হাসান বাবলু, মোঃ রহিম, মোঃ রায়হান, মোঃ মারুফ, কৃষান, ইয়াসিন আহমেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান এম,এ হোসেন খোকা, কে, কে স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আক্কাস, মোঃ সেলিম, এস.এম.আসাদ, মো: রাশেদ, মোঃ জাবেদ, সাইফুল ইসলাম আরিফ, সজীব, সাফু, রনি, দেবু, অন্জন, কামরুল, আরশাদ, তুষার, জয়, প্রান্ত, ইসকান্দর, হাকিম, ইমরুল প্রমুখ।












