হাটহাজারীর ফতেয়াবাদে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. জাহাঙ্গীর আলম। তিনি হাটহাজারীর ফতেয়াবাদের উদালিয়া এলাকার আমির আহম্মদের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর পিপি মাহ্মুদ–উল আলম চৌধুরী (মারুফ) দৈনিক আজাদীকে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালসূত্র জানায়, ২০২২ সালের ১২ এপ্রিল হাটহাজারীর ফতেয়াবাদে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। বিস্কুটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর ২০২৩ সালের ৩০ এপ্রিল তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।