সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্যদেব, যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১১৭তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে ২দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ফতেয়াবাদের সাধুর পাহাড়ের মঠে সম্পন্ন হয়েছে। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও ডা. অশোক কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পূর্ণব্রতানন্দজী মহারাজ। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকার মৃনাল কান্তি সূত্রধর। প্রধান অতিথি ছিলেন তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, অধ্যাপক তড়িৎ চক্রবর্তী, সুলাল কান্তি চৌধুরী, অজিত কুমার শীল ও রনজিত কুমার শীল। বক্তব্য রাখেন দুর্গাপদ নাথসহ নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা সত্যানন্দজীর জীবনাদর্শন ও মঠের উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












