ফতেহ লোহানী : লেখক ও চলচ্চিত্রকার

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ফতেহ লোহানী(১৯২০১৯৭৫)। আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান। যিনি ফতেহ লোহানী নামেই অধিক পরিচিত একজন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক। তিনি ১৯২০ সালের ১১ মার্চ সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাদের পিতা আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক হোসেন খাঁ এবং মাতা ফাতেমা লোহানী। মায়ের তত্ত্বাবধানে কলকাতায় তাঁর শিক্ষাজীবনের সূত্রপাত ঘটে। সেন্ট মেরিজ ক্যাথেড্রাল মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে আই.এ এবং বি.এ পাস করার পর ১৯৫০এ তিনি লন্ডন গমন করেন এবং ওল্ডভিক থিয়েটার স্কুলে নাট্য প্রযোজনা বিষয়ে দুবছরের কোর্স সমাপ্ত করেন। সেই সঙ্গে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সদস্য হিসেবে তিনি চলচ্চিত্র বিষয়ে অধ্যয়ন করেন। রিপন কলেজে পড়ার সময় তিনি বহু বাংলা ও ইংরেজি নাটকে অভিনয় করেন। এছাড়াও কলকাতায় বিভাগপূর্বকালে তিনি সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় জড়িত হন। তখন তিনি কাজ করতেন দৈনিক আজাদ ও সাপ্তাহিক ইত্তেহাদএ। বেতারের অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করতেন। ফতেহ লোহানী কিছু গানও রচনা করেন। ঢাকা থেকে ১৯৪৯এ মাসিক সাহিত্য পত্রিকা অগত্যা প্রকাশে তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেন। ঐ বছরই তিনি যোগ দেন করাচি বেতারে, পরে বিবিসিতে। ১৯৫৪ সালে ঢাকায় ফিরে তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হন, পাশাপাশি বেতার অনুষ্ঠান, অভিনয় এবং লেখালেখিতেও মনোনিবেশ করেন। ১৯৫৭ সালে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) প্রতিষ্ঠার পর তাঁর পরিচালিত প্রথম দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ‘আকাশ আর মাটি’ ও ‘আসিয়া’। ১৯৬৫ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত উর্দু ছবি সাত রং।

১৯৬৭ সালে তিনি প্রথম অভিনয় করেন টেলিভিশন নাটক নির্ভীকএ। ঢাকায় তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রাজা এলো শহরে’ (১৯৬৪)। ফতেহ লোহানী অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘মুক্তির বন্ধন’, ‘তানহা’, ‘বেহুলা’, ‘ফির মিলেঙ্গে হাম দোনো’, ‘আগুন নিয়ে খেল’, ‘দরশন’, ‘জুলেখা’, ‘এতটুকু আশা’, ‘বাল্যবন্ধু’, ‘মোমের আলো’, ‘মায়ার সংসার’, ‘মিশর কুমারী’, ‘তানসেন’, ‘আঁকাবাঁকা’, ‘অন্তরঙ্গ’, ‘ঘূর্ণিঝড়’, ‘স্বরলিপি’, ‘দর্পচূর্ণ’, ‘দীপ নেভে নাই’, ‘অপবাদ’, ‘ডাকু মনসুর’, ‘দুই রাজকুমার’, ‘এক মুঠো ভাত’, ‘কুয়াশা’ প্রভৃতি উল্লেখযোগ্য। ফতেহ লোহানী রচিত কয়েকটি নাটক হচ্ছে নিভৃত সংলাপ, দূর থেকে কাছে ও সাগরদোলা। ১৯৭৫ সালের ১২ এপ্রিল চট্টগ্রামের কাপ্তাইএ তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধপ্যাকেটজাত খাবার থেকে শিশুদের বিরত রাখুন