ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনীল কান্তি দে সভাপতিত্বে ও সমর রায় নাথ ও সুদীপ্ত চৌধুরীর যৌথ পরিচালনায় গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। তিনি বলেন, ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে তোমদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ। বক্তব্য রাখেন অমর নাথ চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, অঞ্জন কুমার চৌধুরী, অধ্যাপক বিকাশ নন্দী, সৌমেন চৌধুরী, রিমন কান্তি মুহুরী, প্রবাল ঘোষ দেবু,সন্‌জয় দে, সৌমেন পাল, শিক্ষক জলি পারিয়াল, সুদীপ্ত চৌধুরী, জগন্নাথ চন্দ্র দাশ প্রমুখ।

খানদীঘি হাই স্কুল : খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক সভা গতকাল সোমবার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন শিবলী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. নাজিম উদ্দীন, মো. জয়নাল আবেদীন, আবুল কালাম, সেলিনা আকতার ও জালাল উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষক প্রণব কুমার নাথ, সুজিত মিত্র, অশোক নাথ, মোহাম্মদ কামাল উদ্দিন ও আনু বড়ুয়া।

খাজা আজমেরী স্কুল: খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, ও খাজা আজমেরী গ্রামার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু বকর মোহাম্মদ মুহিববুল্লাহ। প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। উপস্থিত ছিলেন কিণ্ডারগার্টেনের অধ্যক্ষ মনিরুজ্জমান, উপাধ্যক্ষ রাইখানী জান্নাত, গ্রামার স্কুলের অধ্যক্ষ মাহমুদা সুলতানা প্রমুখ।

কামালে ইশকে মুস্তফা (.) মাদরাসা : কামালে ইশকে মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদরাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুদ্দাসসিরের সভাপতিত্বে মাদরাসা অডিটোরিয়ামে ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুহাম্মদ মুদ্দাসসির, উপাধ্যক্ষ মফিজুর রহমান, অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ মহিউদ্দিন জেহাদি, অধ্যাপক নাজেম উদ্দিন, অধ্যাপক হুজ্জাতুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তাওফিক, মাওলানা মহিউদ্দিন, আবুল কাশেম, শহীদুল্লাহ, আবদুল কাদের, আফসার উদ্দিন, ওমর ফারুক নওফেল, নিলুফা আকতার, কাশেফা খাতুন, খাইরুন নেসা, আবদুল আলিম, মেহের নিগার শান্তা, নুরুল আনসার প্রমুখ। মাহফিলে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএফআরআইয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা প্রণয়নে সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় যানবাহনে অবৈধ হর্ন, ৪ গাড়িকে জরিমানা