ফতেয়াবাদ মহাকালী বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমর রায় নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারি নাথ। বক্তব্য রাখেন রিমন কান্তি মুহুরী, জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র দাস, সুদীপ্ত চৌধুরী, সমর রায় নাথ, লিটন শীল, স্বাতী শীল, সাকী দেব, রুজি দাশ মিলকু নাথ, লিজা চৌধুরী, জয়শ্রী কুন্ড প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
পরবর্তী নিবন্ধট্রান্সফরমার চুরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবানের গোয়ালিয়াখোলা