ফতেয়াবাদ পূর্ব ছড়ারকূলে মিলাদ মাহফিল

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ পূর্ব ছড়ারকূল মতি ভান্ডার শাহী মনজিলে শাহ্‌জাদা সৈয়দ ইউসুফ আল্‌ মতিয়ার সভাপতিত্বে এবং শাহ্‌জাদা সৈয়দ মোহাম্মদ আখতার হোসাইনের পরিচালনায় এক আজিমুশশান মিলাদ মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ অছিউর রহমান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবুল কালাম, হাফেজ আজিজুর রহমান, আজিজুল হক হোসাইন, আবু নূর কাদেরী, আব্দুল্লাহ নিশান কাদেরী, আহমদ মিয়া সাদেকি, জিয়াউল হক কাদেরী, ওমর কাইয়ুম রিয়াদ কাদেরী, আবু বক্কর কাদেরী, আলি আকবর, শায়ের আবুল হোসাইন, সৈয়দ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ মোর্শেদ, মুসা কোম্পানি, ইউসুফ, মুহাম্মদ মুহসিন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, আব্দুল মান্নান কাউয়াল, আহমদ নূর কাউয়াল, আরজু বাচ্চু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করলেন দুই উপদেষ্টা
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের ফ্রি খতনা ও কর্ণছেদন ক্যাম্পের উদ্বোধন