ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপের নবাগত রোভার সহচর ওরিয়েন্টেশন গত ১৯অক্টোবর অধ্যক্ষ মোহাম্মদ নঈমউদ্দীন হাসান তিবরিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম। গ্রুপ সম্পাদক মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুল ইসলাম,সাইমুন নাহার, ফয়েজ উল্লাহ ফয়েজ, পারভেজ সরকার পাভেল প্রমুখ। প্রধান অতিথি বলেন স্কাউটিং বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী, শিক্ষামূলক ও অরাজনৈতিক গতিশীল আন্দোলন,যা যুব সমপ্রদায়কে সৎ , যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে। রোভারিংয়ের মাধ্যমে রোভাররা দেশের যে কোন প্রয়োজনে সেবা করার সুযোগ পায়। ওরিয়েন্টেশনে ৬০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












