ফতেয়াবাদ ও আনোয়ারার শুভসূচনা

মেয়র একাডেমি কাপ ফুটবল । আগামীকালের খেলা স্থগিত

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব১৩) ফুটবল টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে ফাতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জিতে শুভসূচনা করেছে। গতকাল ২৩ এপ্রিল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ফাতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি ৩০ গোলে সন্ধান ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিয়াদুর রহমান আলভী ২টি গোল করে। অপর গোলটি আসে মো. মুনতাসির জাওয়াদ নিহানের কাছ থেকে। এ খেলায় ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমির আলভী ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সিডিএফএ এর নির্বাহী সদস্য সাইফুল আলম খান। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি ৩০ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। আনোয়ারা দলের পক্ষে মুনতাসির উদ্দিন নিহাল, মো. তারিম ইসলাম এবং রবিউল হাসান প্রত্যেকে ১টি করে গোল দেয়। এ খেলায় ম্যাচ সেরা হয় হাসনাত হোসেন চৌধুরী। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু জাহেদ। আজ টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রামপুর ফুটবল একাডেমিআবদুস সোবহান ফুটবল দল(সকাল৯টা),পটিয়া ফুটবল একাডেমিফরিদ ফুটবল একাডেমি(সকাল১০টা),সন্দ্বীপ ফুটবল একাডেমিকালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি(বিকাল৩টা),ফিউচার ফুটবল একাডেমিব্রাদার্স ফুটবল একাডেমি(বিকাল৪টা)। সব খেলাই অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।

এদিকে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিডিএফএ মেয়র একাডেমী কাপ (অনূর্ধ্ব১৩) ফুটবল টুর্নামেন্টে পূর্বনির্ধারিত আগামীকাল ২৫ এপ্রিলের খেলাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উক্ত খেলা পরবর্তীতে বডিলি শিফট হয়ে ক্রমাগতভাবে যথারীতি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম চার টেস্টেই হাফ সেঞ্চুরি জাকের আলির
পরবর্তী নিবন্ধবাংলাদেশ দলের সেফ দ্যা মিশন সিরাজউদ্দিন মো. আলমগীর