ফতেয়াবাদ আলিফ ফুটবল একাডেমির জয়

হাটহাজারী উপজেলা ফুটবল লিগ

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ফুটবল লিগে ফতেয়াবাদ আলিফ ফুটবল একাডেমি জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় হাটহাজারী ফতেয়াবাদ আলিফ ফুটবল একাডেমি ২০ গোলে কাটিরহাট আরজি ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে আলিফ ফুটবল একাডেমির ইয়াছিনের পাশ থেকে রিফাত গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে আলিফ ফুটবল একাডেমির খেলোয়াড় রনি ফ্রি কিক থেকে গোল করে দলকে ২০ গোলে এগিয়ে নেয়। আলিফ ফুটবল একাডেমির রিফাত ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপজেরা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সামিন রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, আব্দুল মান্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, যুব উন্নয়ন অফিস সহকারী শরীফ হোসেন, কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, বর্তমান সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুজন, আবুল বশর, আক্তার, ফারুক, জাবেদ, নাহিদ, আইয়ুব, ইব্রাহিম প্রমুখ। আজ শুক্রবার বিকাল ৩টায় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি ও হাটহাজারী ফুটবল একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধমেধায় মেসির কাছাকাছি ইয়ামাল : ডেডিড বেকহ্যাম
পরবর্তী নিবন্ধপিএসএল থেকে চার্টার্ড বিমানে ফিরবেন নাহিদ-রিশাদরা