উত্তর চট্টলার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে কারাতে প্রশিক্ষণের উপর সেমিনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারাতে প্রশিক্ষক অজয় কুমার দে। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের আত্মরক্ষায় কারাতে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতা সদস্য অঞ্জন কুমার চৌধুরী, অভিভাবক সদস্য লায়ন রিমন কান্তি মুহুরী, প্রবাল ঘোষ দেবু, সনজয় দে,সৌমেন পাল, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, শিক্ষক জগন্নাথ চন্দ্র দাস, জলি পারিয়াল,সাকী দেব,স্বাতী শীল,রুজী দাশ,ইমাম হোসেন,সময় রায় নাথ, লিটন কুমার শীল,লিজা চৌধুরী, সুদীপ্ত চৌধুরী,মিলকু নাথ, অনিমেষ গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।