ফতেপুর দরবারে প্রস্তুতি সভা

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

ফতেপুর দরবারে শাহছুফি ছৈয়দ নূরুল বশর আল মাইজভান্ডারি আল ফতেপুরীর (র.) ৪৩তম বার্ষিক ওরশ উদ্‌যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোন্তাজামে দরবার সৈয়দ মোহাম্মদ নূর। সভায় ২৩ এপ্রিল ৪৩তম ওরশ উদযাপনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখেন নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ফরিদুল আলম মছিউল্লাহ, মো. হানিফ, দিদারুল আলম, মো. সোলায়মান, খাজা আহম্মদ, মো. সেলিম, হাজী দিল মোহাম্মদ, ছৈয়দ মিয়া, ফোরক আহম্মদ, মান্নান মুন্সি, মাসুদ মেম্বার, আবু শাহেদ, আবু তাহের, মো. বাবুল, মো. জাফর, নূর মিয়া, মো. সোহেল, মো. ইদ্রিস, মো. জাহাঙ্গীর, মো. জনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজ সমীক্ষা সংঘের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধ২৭ কেজির পোয়া মাছের দাম ৭ লাখ টাকা!