হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ হাটহাজারী উপজেলা পর্যায়ের খেলা হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। গতকালের খেলায় ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ২–১ গোলে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল উঠেছে। অপর খেলায় ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ৪–১ হাটহাজারী পাবর্তী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ সাবরীন। তিনি সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করেন । বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রকল্প বাস্তবায়ন অফিসার এম নিয়াজ মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাঈনুদ্দিন মজুমদার, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মো. ফিরোজ চৌধুরী, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াকুব নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মাধব চন্দ্র বসু, হাটহাজারী পাবর্তী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তপন বড়ুয়া, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুন সিয়ান, শাহজাহান তালুকদার ও এরশাদুল আলম লাজু, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক, মোহাম্মদ রাশেদ, আবুল বশর, আবদুল হালিম প্রমুখ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় রেফারী মোহাম্মদ জাহিদ, মো. আরিফুর ইসলাম ও মো. হেলাল। আজ ২৬ জুন প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় বনাম ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বিকাল ৪ টায় ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় বনাম মাদার্শা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে।