ফতেপুরে মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফতেপুর ইউনিয়নে মডেল ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভার্চ্যুয়ালি স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক এই কেন্দ্রের উদ্বোধন করেন। একই দিনে বাংলাদেশে প্রস্তাবিত ৫শ মডেল ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

সরকার গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সারা দেশে একযোগে ভার্চ্যুয়ালি এইসব কেন্দ্র উদ্বোধন করেন। ফতেপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান জয়নুল আবেদিন, মেডিকেল অফিসার কাউসার আকতার পপি, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কর্মশালা
পরবর্তী নিবন্ধবিশ্বজয়ের ইচ্ছে ও প্রচেষ্টা থাকতে হবে শিক্ষার্থীদের