ফটোসাংবাদিক মাসরাত যাহরা

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

জুম্মুকাশ্মিরের আলোছায়ায় ঘেরা বাস্তবতায় বেড়ে ওঠা মাসরাত যাহরা এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম, যার ভাষা ছবি। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এই স্বাধীন ফটোসাংবাদিক যুদ্ধের ক্ষতবিক্ষত ভূমিতে খুঁজে পান প্রতিরোধের গল্প। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে Women’s Prespective on the Kashmir Conflict’যেখানে তিনি কাশ্মিরি নারীদের জীবনধারা তুলে ধরেছেন। এছাড়া Journalist Under Fire’ শিরোনামে তাঁর ফটো সংকলন নিউইয়র্কের ফটোভিলে উৎসবে প্রদর্শিত হয়। আলজাজিরা, দ্য নিউ হিউম্যানেটেরিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত মাসরাতের ছবি যুদ্ধের ছায়া পেরিয়ে আলোর দিশা দেখায়যা হয়ে উঠেছে ইতিহাসের নীরব সাক্ষী।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার বিরোধী আন্দোলনে ড্যাবের ভূমিকা প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধরক্তস্বল্পতা দূর করবেন যেভাবে