বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এবং ইভেন্টসের সেবা দেয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ফটোবেরি প্রোডাকশন হাউজ। গত ১৮ ডিসেম্বর নগরীর ওয়াসা হাইলেভেল রোডের এমবি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফটোবেরি প্রোডাকশন হাউজের উদ্বোধন করেন বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঞ্জুরুল হক। উপস্থিত ছিলেন, মেকাপ-শেকাপের ওনার জুহি চৌধুরী, রিয়াদ খান এবং ফটোবেরি প্রোডাকশন হাউজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফ আলি। প্রেস বিজ্ঞপ্তি।