সৈয়দ বাড়ি দরবার শরীফের উদ্যোগে ২০ কিলোমিটার ব্যাপী জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ) জুলুস পালিত হয়েছে। গাউছিয়া সমিতি বাংলাদেশের আয়োজনে জুলুসটি গতকাল মঙ্গলবার অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদার (র) মাজার শরীফ জেয়ারতের মাধ্যমে সূচনা করে সৈয়দ মসিহুদ্দৌলা। বিশেষ অথিতি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, শাহজাদা সৈয়দ তাওসীফুল হুদা, সোবহানীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন রশিদ, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, মাওলানা আবুল কালাম বয়ানী, মাওলানা জসিম আল কাদেরী, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, জাফতনগর ইউপি চৈয়ারম্যান মুহাম্মদ আবদুল হালিম। প্রেস বিজ্ঞপ্তি।