সৈয়দবাড়ি দরবার শরীফে অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)’র ওরশ মাহফিল গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মছিহুদ্দৌলা। তিনি বলেন, আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) আজীবন সুন্নিয়ত তরিকতের খেদমতে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে নিবেদিত ছিলেন। প্রায় চার দশক ধরে খ্যাতনামা প্রতিষ্ঠান নগরীর ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মাওলানা আলী শাহ নেছারীর সঞ্চালনায় মাহফিলে অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) জীবন কর্ম দর্শনের ওপর আলোচনায় অংশ নেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা এম এ মান্নান, আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, পীরজাদা সৈয়দ তাওছিফুল হুদা, চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া, জসিম উদ্দিন আলকাদেরী, আবুল কালাম বয়ানী, মুহম্মদ নূরুল আবছার, জহির উদ্দিন বাবর, মুহাম্মাদ রফিক, মুহাম্মদ জাগের, মুহাম্মদ শাহজালাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












