ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারের জশনে জুলুস ৫ সেপ্টেম্বর

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের উদ্যোগে এবং গাউসিয়া সমিতি বাংলাদেশের ব্যবস্থাপনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (.) আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার (মজিআ) নেতৃত্বে আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) মাজার শরিফ প্রাঙ্গণ থেকে সকাল ৮ টায় জশনে জুলুস শুরু হয়ে মুহাম্মদ তকির হাট, আজাদী বাজার ও সমিতির হাট এলাকা ঘুরে এবং বিভিন্ন স্থানে পথসভা শেষে বাগে হুদা খানকাহ শরিফ প্রাঙ্গণে জমায়েত অনুষ্ঠিত হবে। জশনে জুলুস সফল করতে এক মতবিনিময় সভা গতকাল শনিবার ফটিকছড়ি তেলপারইস্থ বাগে হুদা খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। বক্তব্য রাখেন দরবারের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, জিয়াউদ্দিন জিয়া চেয়ারম্যান, সেলিম উদ্দিন, শহিদুল্লাহ, নাসির মেম্বার, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, ইউসুফ, মুহাম্মদ শাহজালাল, মো. মান্নান, মুন্না, মো. জাহেদ। আগামী শুক্রবার অনুষ্ঠেয় জশনে জুলুসে দরবারের ভক্ত মুরিদসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন প্রকৌশলী সবুজ চাকমা
পরবর্তী নিবন্ধবাকলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীনের স্মরণ সভা