ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারে জশনে জুলুস

| শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারের উদ্যোগে এবং গাউসিয়া সমিতি বাংলাদেশের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার সকালে দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার (মজিআ) নেতৃত্বে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী () অনুষ্ঠিত হয়েছে। আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) মাজার শরিফ প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় জশনে জুলুস শুরু হয়ে মুহাম্মদ তকির হাট, আজাদী বাজার ও সমিতির হাট এলাকা ঘুরে বিভিন্ন স্থানে পথসভা শেষে বাগে হুদা খানকাহ শরিফ প্রাঙ্গণে এসে মূল জমায়েত অনুষ্ঠিত হয়। নারায়ে তকবির, রেসালত ও গাউসিয়াতের স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জাতীয় পতাকা, কলেমা খচিত পতাকা ও গাউসিয়া সমিতির পতাকাসহ নানা প্লেকার্ড বহন করে জুলুসে অংশগ্রহণকারীরা।

ঈদে মিলাদুন্নবী () মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা মঈনুদ্দিন আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন আবেদী, অধ্যক্ষ মাওলানা কাজী আনোয়ারুল মুস্তফা হেজাজী, মাওলানা মনসুর উদ্দিন নেজামী, অধ্যাপক মাওলানা আবদুর রহিম মুনিরী, মাওলানা আবু জাফর, জহির উদ্দিন বাবর, মুহাম্মদ রফিক, মুহাম্মদ সেলিম, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মাস্টার খোরশেদুল আলম, মুহাম্মদ শাহজালাল, ব্যাংকার তৌছিফুল হুদা, সিদ্দিক আহমদ, মনু মিয়া, ইউসুফ বাবুল, মুহাম্মদ জাফর সওদাগর, মুহাম্মদ মানিক সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি
পরবর্তী নিবন্ধটিভেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান বিষয়ে বিভাগীয় কর্মশালা